শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরো তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৭ মার্চ) দিনগত রাত ১টার দিকে সোনারগাঁর সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১ টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে ৮ থেকে ১০ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নিলে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পান। তারা এলাকাবাসীকে খবর দিলে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়া হয়। এরপর এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন এবং বেধড়কপিটুনি দিতে থাকেন। এতে ঘটনাস্থলেই চার নিহত হয়। গণপিটুনিতে পলায়ণপর আরো এক ডাকাতকে পিটিয়ে আহত করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তালতলা ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক মুজিবুর রহমান জানান, নিহত ২ জনের মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ, বিডিনিউজ