শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নারী উদ্যোক্তাদের উন্নয়ন সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেল চারটায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াদুদ।
মূল প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, রাবি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিবা। মূখ্য আলোচক ছিলেন- অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল্লাহ বিন তারিক ইসলাম। স্বাগত বক্তব্য দেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবদুল আওয়াল খান চৌধুরী। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।