বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত। রোববার ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলোজি মাঠে পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছে ভারত।
টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার মিতালি রাজ। রাজস্থানের এ ক্রিকেটার ৬৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন ছয়ে নামা জুলান গোস্বামী। এছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি উইকেট নেন আনাম আমিন। ১টি করে উইকেট নেন সানা মীর ও সাদিয়া ইউসুফ। জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। ২২ রান করেন ওপেনার জাভেরিয়া খান। বল হাতে চ্যাম্পিয়নদের হয়ে একতা বিশিত ২২ রানে ২ উইকেট নেন।
ম্যাচসেরার পুরস্কার পান মিথালী রাজ। ২২০ রান করে সিরিজ সেরার পুরস্কারও উঠে ভারতীয় এ ক্রিকেটারের হাতে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে থাইল্যান্ড গেলেও ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ড ও নেপালের বিপক্ষে জয় বাদে হেরেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। রাইজিংবিডি