নারী মুক্তিযোদ্ধা আয়শা খানম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোর আলোচনা সভা অষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


নারী মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অষ্ঠিত হয়েছে।
নাটোর মহিলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে শহরের উপর বাজার এলাকায় সংগঠনটির নিজস্ব কার্য্যলয় এ মতবিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাকের সভাপত্বিতে এতে বক্তব্য দেন, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবেরর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ সুফি সান্টু, সংগঠনের সহ-সভাপতি মায়া পাল, লিগ্যাল এইড সম্পাদক বিজলী রেজা, প্রশিক্ষণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস , সমাজ কল্যান সম্পাদক তসলিমা খাঁন প্রমূখ।
উক্ত সভাপতি পরিচালনা করেন, মাঠ সংগঠক মাকসুদা পারভীন। এসময় প্রচার সম্পাদক শেফালী রানী, নির্বাহী সদস্য রুবিয়া বেগম অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে আজ থেকে তিন বছর আগে ১ ফেব্রুয়ারি রাতে শনিবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারিছেন।

উল্লেখ্য, বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম। ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ