মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় বিএনপির অসংখ্য নেতাকর্মীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হারুন বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন জায়গাতে নাশকতা ও সহিংসতার যে ঘটনা ঘটনা ঘটেছে; সেখানে বিএনপির অসংখ্য নেতাকর্মীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ডিবি।
এদিকে, চলমান কারফিউয়ের পঞ্চম দিনেও নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে রাজধানীসহ সারা দেশ। সময় যত গড়াচ্ছে, ততই বেরিয়ে আসছে দুর্বৃত্তদের চালানো ধ্বংসলীলার চিত্র। রাজধানীর আফতাব নগরে অবস্থিত পুলিশ ফাঁড়ির চিত্র দেখলে বোঝা যাবে, কী ধরনের তান্ডবলীলা সেদিন তারা চালিয়ে ছিল।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য সরকারি স্থাপনার মতো শুক্রবার (১৯ জুলাই) রামপুরার আফতাব নগরে একটি পুলিশ ফাঁড়িও লুট করে পুড়িয়ে দেয় সহিংসতাকারীরা। আর এক্ষেত্রেও অন্যান্য জায়গায় মতো আগে সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে সহিংসতাকারীরা।
ভয়ানক তান্ডবলীলা চালানো হয় এ পুলিশ ফাঁড়িতে, সেখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। এ পুলিশ ফাঁড়িতে যত পুলিশ সদস্য ছিলেন, তাদের মারধর করা হয়েছে, অনেকে প্রাণের ভয়ে পালিয়েছেন। শুধু আগুন নয় চালানো হয় লুটপাটও। কোনো কিছুই আর নেই ব্যবহার উপযোগী সেখানে। সিসি ক্যামেরাগুলো আগে ভাঙা হয় যেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিচয় নিশ্চিত হতে না পারে এ কারণে।
এ এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে।রাজধানী যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থাপনার ধ্বংসলীলা। জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় হামলাকারীরা। পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সংশিষ্টরা।
এছাড়া গত কয়েকদিনের নাশকতার পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তথ্যসূত্র: সময় টিভি অনলাইন