নাশকতা এড়াতে বন্ধ হল উত্তরা এক্সপ্রেস ও আইআর ট্রেন

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত আইআর ট্রেন চলাচল সাময়িক বন্ধ করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার সহকারি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট আবদুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেন চলাচলের বন্ধ ঘোষণা করা হয়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনের চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। আমরা ট্রেনটির নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার কারণে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

তিনি আরোে বলেন, ট্রেনটি এখন পাইলটিং করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি আগে যাবে পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন ও জনবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে। এ ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু উত্তরা নয় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ