রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগে রামেবি’র চার কর্মকর্তাকে বরখাস্ত শিরোনামে দৈনিক সোনার দেশ পত্রিকায় গত ২৮ মে একটি নিউজ প্রকাশিত হয়। সেখানে একটি তথ্যের বিভ্রাট হয়েছে। নিউজে ‘বরখাস্ত করা হয়েছে’ বলা হলেও প্রকৃত তথ্য হলো ‘বরখাস্তের সিদ্ধান্তটি প্রক্রিয়াধীন’। সিন্ডিকেটের একজন সদস্যের তথ্য উপস্থাপনায় তথ্যে বিভ্রাটের কারণে সমস্যা হয়েছে। এজন্য সোনার দেশ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
মূলত গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ১৬ তম সিন্ডিকেট সভায় চারজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তবে অভিযুক্তদের দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির রির্পোট অনুযায়ী বরাখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
উল্লেখ্য, অভিযুক্ত কর্মকর্তারা হলেন-সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর, উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক রিয়াজাত হোসেন রিটু।