নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের জন্য রূপকল্প আছে : রেণী

আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী বলেন, নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমাদের সংস্থার একটি দীর্ঘ মেয়াদি রূপকল্প আছে। রুপকল্পটি প্রায় চুড়ান্ত এবং সেটা ধাপে ধাপে সকলের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।
গতকাল রোববার ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিসট্যান্স (এফডব্লিউসিএ) পরিচালিত আনন্দধারার (প্রাক্তন প্রয়াস) নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের বার্ষিক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সংস্থার নির্বাহী পরিচালক ওয়াহিদা খানমের সঞ্চালনায় সভায় সংস্থার নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত কর্মসূচীর বিগত বৎসরের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন, সংস্থার নির্বাহী পরিচালক।
এরআগে সংস্থার অন্যতম প্রধান মেন্টর ও পেট্রোন শাহীন আকতার রেণীকে জাতীয় শিশু পরিষদের সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শাহীন আকতার রেণী সংস্থার ও সকল অভিভাবকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে সংস্থার শিশু মুয়ীব আকিব মুগ্ধর ছবি নির্বাচিত এবং ব্যবহৃত হওয়ায় তাকেও ফুল দিয়ে অভিনন্দন জানান।
বিগত বৎসরের কর্মসূচী মূল্যায়ন প্রতিবেদনের উপস্থাপনের পর ২০১৭ সালের কর্মসূচীর পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পরবর্তীতে মঞ্চে উপস্থিত দুজন অভিভাবক বক্তব্য দেন।
শেষে সভাপতি শাহীন আকতার রেণী সংস্থার রূপকল্প সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। একই সাথে সকলের সহযোগিতা কামনা করেন।