রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গতকাল রোববার দৈনিক সোনার দেশ পত্রিকায় ‘রাজশাহী ডিগ্রি কলেজে ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছিত’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। গতকাল রোববার রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদের প্রতিবাদ জানান তিনি।
সংবাদের প্রতিবাদে বলা হয়, নিউ গভ. ডিগ্রি কলেজ বর্তমান সময়ে ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত সৌহাদ্যপূর্ণ ও স্বাভাবিক। কলেজের অ্যাকাডেমিক পরিবেশ অত্যন্ত শিক্ষাবান্ধব। ছাত্রলীগসহ প্রত্যেকটি ছাত্র সংগঠন অ্যাকাডেমিক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতিবাদে তিনি এই সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেন।
নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগ : এই ঘটনার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল কলেজ শাখা ছাত্রলীগের উপদফতর সম্পাদক তৌফিকুল ইসলাম হিমেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান। প্রতিবাদে সংবাদটি ভিত্তিহীন বলে দাবি করেন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।