নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ

নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনা। ছবি রয়টার্স

সোনার দেশ ডেস্ক:


নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র‌্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) ওই দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবর।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৪-এ রোজারিও মুরিলো বলেন, দুর্ঘটনা কবলিত বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশু সহ ১৬ জন নিহত হয়েছেন। অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, র‌্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলন। যার ফলে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।

বাস দুর্ঘটনায় নিহতদেরর প্রতি সমবেদনা জানিয়ে মুরিলো বলেন, এটি আমাদের দুর্ভাগ্য।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ