মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
নিখোঁজের একদিন পর মহানন্দা নদীতে সানোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের কর্মীরা। গত বুধবার দুপুরে চৌডালা ফুটবল মাঠ সংলগ্ন ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বালুটুঙ্গী ঘাট থেকে তাকে উদ্ধার করা হয়। মৃত সানোয়ার হোসেন উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেনের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়।
পুলিশ ও সার্ভিস জানায়, সানোয়ার হোসেন গত বুধবার দুপুর দুইটার দিকে মহানন্দা নদীর চৌডালা ফুটবল মাঠ সংলগ্ন ঘাটে গোসল করতে নামেন। পরে সে নদীতে ডুবে যায়। ওইদিন অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার পর গোমস্তাপুর উপজেলা ফায়ারসার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে ফায়ারকর্মীরা ওই ইউনিয়নের বালুটুঙ্গী ঘাট থেকে সানোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, সানোয়ার হোসেন দীর্ঘদিন হতে মৃগী রোগে ভুগছিলেন। মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী মামলা করা হবে।