নিখোঁজের এক দিনপর পুকুর থেকে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার

আপডেট: মার্চ ১০, ২০২৩, ১১:০৩ অপরাহ্ণ

আক্কেলপুর প্রতিনিধি:


নিখোঁজের একদিন পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরিয়া নামে ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মরিয়া উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আবেদ আলী গণমাধ্যম কর্মীদের জানান, গত বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরে মরিয়া। বাড়িতে এসে মা দেখতে না পেয়ে তার মাকে খুঁজতে বের হয় মরিয়া। সম্ভবত সে সময়ে শিশুটি তার প্রতিবেশীর বাড়ির পাশে একটি পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে দুপুর থেকে মরিয়াকে বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শোকে ভেঙে পড়েন শিশুটির পরিবার। শুক্রবার (১০ মার্চ) সকালে ওই পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

এবিষয়ে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক এস.আই মো. মহিদুল ইসলাম শিশুর লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।