নিখোঁজের চার দিন পর দিনাজপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২৭ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি


নিখোঁজের চার দিন পর দিনাজপুরে এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। জেলার বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়ার ঝোপ থেকে গত মঙ্গলবার রাতে স্কুলছাত্র তাপস চন্দ্র রায়ের গলিত লাশ উদ্ধার করা হয়।
উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের শিমুল চন্দ্র রায়ের ছেলে তাপস শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তাপসের সন্ধ্যান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়। মঙ্গলবার এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহমেদ জানান, বুধবার ময়নাতদন্ত সম্পন্ন করে দুপুরে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। লাশের পাশে একটি মোবাইল সেট ও বিষের খালি বোতল আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ