মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
এই মহাবিশ্বে কোনও কিছুই সঠিকভাবে অনুমান করে করা যায় না। সামনে একটি টার্গেট রেখে সেখানে আপনাকে এগিয়ে যেতে হয়। তবে তারপর আপনার সঙ্গে কী ঘটবে তার অনুমান করতে পারেন আপনি কিন্তু নিশ্চিত হতে পারবেন না।
এখানেই বিজ্ঞানীরা সামনে তুলে ধরেছেন একটি অবাক করা তথ্য। তারা মনে করছেন যে আগামী ২০ বছরের মধ্যে মানুষের বিকল্প আর কেউ হবে না। মানুষের হাতে এমন শক্তি আসবে যে সেখান থেকে সে বিশ্বের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে।
এই কাজে মানুষের সবথেকে বড় সহায়ক হবে এআই। এই একটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ নিজেই নিজের সমস্ত কাজ করে নিতে পারবে।
প্রতিটি সময় যেসব কাজের জন্য অন্যের ওপর নির্ভর করে থাকতে হয় সেগুলি সবই করতে পারবে মানুষ একাই। আমেরিকার এক কম্পিউটার বিজ্ঞানী জানিয়েছেন, মানুষ হবে একাই একশো। যখন মানুষের সঙ্গে মেশিনকে মিলিয়ে দেওয়া হবে তখন মানুষের হাতে এই ক্ষমতা আসবে।
নিজের লেখা বই দ্য সিঙ্গুলারিটি ইজ নেয়ারার-তে তিনি লিখেছেন এআই-এর সঙ্গে মানুষের বন্ধুত্ব হবে চিরদিনের। একে সঙ্গে করে নিয়ে মানুষ ২০৪৫ সালের মধ্যে নিজেই নিজের বিকল্প হয়ে উঠবে। মানুষের বুদ্ধিকে আরও উন্নত করে দেবে এআই। ফলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ অতি সহজেই নিজের রাস্তা নিজেই তৈরি করবে।
এই বিজ্ঞানীর কথায় সায় দিয়েছেন অনেকেই। তারাও মনে করছেন যেভাবে মানুষ এআই-কে ব্যবহার করছে সেখান থেকে আগামীদিনে তার শক্তি আরও বাড়বে। ফলে সেখান থেকে মানুষ হবে মেশিন ঠিক যেমন টারমিনেটর ছবিতে দেখানো হয়েছিল। সেটি ছিল একটি কল্পনার দিক। তবে বাস্তব দিকটি হবে আরও ভয়ানক এবং শক্তিশালী। এখানে মানুষ নিজেই নিজের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। তার কোনও সাহায্য লাগবে না। এই একটি প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষ সবকিছু করতে পারবে। তার ধারেকাছে তখন কেউ আসতে পারবে না।
তথ্যসূত্র: আজকাল অনলাইন