নিয়ামতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের ভোট গ্রহণ প্রশিক্ষণ

আপডেট: মে ১৪, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাষক গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার(এসপি) রাশিদুল হক, জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রাশেদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার (এসপি) রাশিদুল হক বলেন, ২১ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনে ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। কোন রকমের ভয়ভীতির আশংকা না করে নির্ভয়ে ভোট গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) গোলাম মাওলা ভোট গ্রহণ কর্মকর্তাের উদ্দেশ্য বলেন, প্রার্থীদের সাথে কার কি সম্পর্ক সে ভুলে যেতে হবে আমাদের। মনে রাখতে হবে, লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এক্ষেত্রে আইনি দায়িত্বের ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আইনি ব্যবস্থার আওতায় আসবেন।

আমি বিবেচনা করবো না, সে আমার প্রিজাইডিং অফিসার নাকি আমার ম্যাজিস্ট্রেট। যেই দায়িত্বে অবহেলা করবেন, তার বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেয়া যাবে না। মনে রাখবেন, আপনাদের সঙ্গে আমরা আছি।
কর্মশালায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ৬৭৩ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।