রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণের ঘটনাকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগন, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্যে ঐতিহাসিক মুজিবনগরের প্রথম সরকারের গুরুত্ব তুলে ধরেন।