নিয়ামতপুরে গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :নিয়ামতপুরে মোটরসাইকেলে করে মাদক বহনকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা হতে ২ কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদ, ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত আসামি পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে থাকা ২ কেজি গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও বাড়ির ভেতরে থাকা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ওই ব্যক্তি শামীম (৩৩)। সে উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ