নিয়ামতপুরে পালিত হলো গণহত্যা দিবস

আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ

 

নিয়ামতপুরে পালিত হলো গণহত্যা দিবস

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। গণহত্যা দিবসে কোন বীরমুক্তিযোদ্ধা উপস্থিত না থাকায় চরম হতাশা প্রকাশ করেন আলোচনা সভায় অংশ নেওয়া অতিথিরা।

সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মাহববুল আলম, কৃষি কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।
আলোচনা সভায় ২৫ মার্চ ভয়াল রাতে এদেশের সাধারণ মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের অযাচিত আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়।