নিয়ামতপুরে বিভিন্ন দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১১, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাস, পুলিশ তদন্ত কর্মকর্তা কওছার রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ। আলোচনা সভায় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।