নিয়ামতপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি


নওগাঁর নিয়ামতপুরে বিএনপি অঙ্গসংগঠন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭অক্টোবর) বিকেলে যুবদলের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের বিএনপির সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী সবুজ, মেহেদী হাসান, মোবাশ্বের চৌধুরী, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. ছালেক চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ