সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে সবুজ সরকার। রোববার (৯ জুন) দুপুর ১২ টার দিকে তাঁর কর্মক্ষেত্র চৌরাপাড়া ফাজিল মাদ্রাসা থেকে ফেরার পথে শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া ত্রি-মোহিনীর বাঁকে ভুটভুটির সাথে ধাক্কা খায়। এতে করে তাঁর ডান পা ভেঙে যায়।
সবুজ সরকার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের সুবোধ সরকারের ছেলে। তিনি জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও স্থানীয় রাজশাহী সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি।
স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেলে নেন।
ডাঙ্গাপাড়া ত্রি-মোহনীর বাঁকে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। তিনি বলেন, ডাঙ্গাপাড়া গ্রামের ওই বাঁকটি যেন একটি মৃত্যু ফাঁদ। একপাশ থেকে অন্যপাশ দেখতে না পাওয়ায় সড়ক দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। এই বাঁকটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।