বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে হেরোইনসহ মোরশেদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের বাদ-নেহেন্দা এলাকা থেকে তিন (৩ গ্রাম) হেরোইনসহ গ্রেপ্তার করে ওই যুবককে। মোরশেদুল ইসলাম বাদ-নেহেন্দা গ্রামের এনামুল হকের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ উপপরিদর্শক(এসআই) সেলিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে উপজেলার সদর ইউনিয়নের বাদ-নেহেন্দা এলাকায় মাদকদ্রব্য বিক্রি করছে। অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধৃত করে পুলিশ সদস্যরা। পরে দেহ তল্লাশি করলে ডান কোমর থেকে পলিথিনে মোড়ানো হেরোইন উদ্ধার হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।