বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পাবনা প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাদের সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (০২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে প্রক্টর ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানীর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উক্ত সহযোগিতা গ্রহণের জন্য পাবিপ্রবির সহকারী প্রক্টর ড. মো. লোকমান আলী (মোবাইল ০১৭৪৭-৯২৯১২৩), ড. মাসুদ রানা (মোবাইল ০১৭২৯-৫৯১৭৯৯) ও ইয়াহিয়া ব্যাপারী (মোবাইল ০১৭১১-৪৬১৪২৬) এর সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানীর শিকার না হয়, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবানও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘উপাচার্য মহোদয়ের নির্দেশে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্ত গ্রহণ করে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছে। তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের হলে থাকে বা মেসে থাকে। যাতে তারা আইন শৃঙ্খলা বাহিনী বা কারো দ্বারা অযথা হয়রানীর শিকার না হয়। হলে আমরা তাদের সহযোগিতা করবো। এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’