শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
জীবনের নিরাপত্তার কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করেছে সদ্যসমাপ্ত নির্বাচনে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদের পরাজিত প্রার্থী শামীমা জাহান সারা। সোমবার (১৩ মে) দুপুরে তিনি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে করেন।
সংবাদ সম্মেলন তিনি লিখিত বক্তব্য বলেন বিগত জেলা পরিষদ নির্বাচনে আমি সংরক্ষিত আসনে নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলাম। ওই সময় জেলা পরিষদ নির্বাচন করার উৎসাহ দিয়েছিলেন উপজেলার চেয়ারম্যান হুমায়ুন রেজা। তার পরামর্শই সে জেলা পরিষদ নির্বাচনে করি এবং তারি পরামর্শে হাইকোর্টে রিট মামলা প্রত্যাহার করে নেই। এরপর নির্বাচনে অংশগ্রহণ নেই।
পরবর্তীতে লক্ষ্য করি সহযোগিতার বদলে বিরোধিতা করেছেন তিনি । ওই নির্বাচনে অল্প ভোটে গেরে যায়। হেরে গিয়েও জনগণের সঙ্গে যোগাযোগ অব্যহতি রেখেছি ।
তিনি বলেন, গত ৮ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেই। কিন্তু জনপ্রতিনিধি হই এটা তিনি চান না। তাই তিনি পরোক্ষভাবে ক্ষতি করার চেষ্টারত।
তাছাড়া তার একনিষ্ঠ সমর্থক গোমস্তাপুর ইউনিয়নের হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নাজিরা বেগম ও বাজারপাড়ার সেমিসহ আরো অনেকে তার কর্মী/সমর্থকদের হুমকি প্রদানসহ ক্ষতি করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। তাই তিনি নিজেকে নিরাপত্তাহীন ভাবছেন। এজন্য তিনি গত ১২ মে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিনি সাংবাদিকের এক প্রশ্নে বলেন, তিনি সহিংসতা চান না, শান্তিতে বসবাস করতে চান। তিনি নিজেকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে দাবী করে বলেন, বর্তমানে তিনি বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্যসমাপ্ত পরাজিত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন রেজা বলেন, তার এ সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।