সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তথ্য উদ্যোক্তাদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের ক্ষেত্রে ইউনিয়ন উদ্যোক্তারা কার্যকারী ভূমিকা রাখতে পারে। এর ফলে প্রান্তিক পর্যায়ের জনগণ উপকৃত হবে। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন শিবগঞ্জ, বিনোদপুর, দুর্লভপুর, মনাকষা, দাইপুকুরিয়া, ঘোড়াপাখিয়া, কানসাট, শ্যামপুর, ছত্রাজিতপুর, মোবারকপুর, ধাইনগর, পাঁকা, শাহাবাজপুর, উজিরপুর. নয়ালাভাঙার ইউনিয়ন উদ্যোক্তারা। প্রশিক্ষণ কর্মশালায় অভিবাসন, মানবপাচার ও অভিবাসন সম্পর্কিত আইন, নিরাপদ অভিবাসনের প্রক্রিয়াসমূহ, মানব পাচার প্রতিরোধে করণীয় পদক্ষেপ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তথ্য উদ্যোক্তারা আলোচ্য বিষয়সমূহ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কর্মশালায় ৩২ জন তথ্য উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন এসিডি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম ও প্রশিক্ষণ ইউনিটের টিম লিডার হাফিজ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন এরিয়া অফিসার কামাল হাসান, ডিস্ট্রিক প্রোগ্রাম ফ্যাসিলেটের ফরিদ আহমেদ, সাকিম উদ্দীন প্রমুখ।