সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ও এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রপ্তানিযোগ্য নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার (১৯ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক মো. এম কোরাইশী মিলুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, কানসাট ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. সেফাউল মূলক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. শুকুরুদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী কমকর্তা কাজী মো. আনিসুর রহমান খাঁন। প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অব.), ড. মো. জমির উদ্দিন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক প্রমুখ। কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ।