সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নিরাপদ সড়ক চাই-নিসচা’র সাফল্য ও গৌরবের ২৪ বছরে পদার্পন ও প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে নিসচা রাজশাহী জেলা শাখার মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, নিসচা’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু। মানববন্ধনে অংশগ্রহণ করেন, নিসচা’র জেলা সহসভাপতি এ.কে কামরুল হক বাদশা, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ সুমন, বিশিষ্ট আইনজীবি অ্যাড. এনামুল হক, রোটা. হাবিবুর রহমান, অ্যাড. মোতাসিম বিল্লাহ, ড. হেমায়েতুল ইসলাম আরিফ, মিজানুর রহমান, অ্যাড. হোসেন আলী পিয়ারা, সাইফুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন, নিসচা’র দপ্তর সম্পাদক এ.কে.এম জাহেদুল ইসলাম ও প্রচার সম্পাদক সুলতান উদ্দিন আহম্মেদ রাসু।
এদিকে, মানববন্ধন শেষে নিরাপদ সড়ক চাই’র জেলা সভাপতির কার্যালয়ে ২৪ বছর পদাপর্ণ উপলক্ষে কেক কাটা হয়। এসময় নিরাপদ সড়ক চাই রাজশাহীর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।