সোমবার, ১৫ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী সিটি করপোরেশনের ট্যাক্স বৃদ্ধির কারণে সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর পত্র প্রদান করেছেন।
পত্রে ফজলে হোসেন বাদশা উল্লেখ করেছেন, স্থানীয় সরকারের বিধি অনুসরণ করে গ্রহণযোগ্য পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের জটিলতা সমাধান জরুরি হয়ে পড়েছে। স্থানীয় সরকার মন্্রণালয় হোল্ডিং ট্যাক্স বিষয়ে নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থানীয়ভাবে রাজশাহী সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্স আদায় যেন বন্ধ রাখে এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য ফজলে হোসেন বাদশা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।