নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে ছিল গুজব!

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়েছিল। এক শ্রেণির মানুষ নগরজুড়ে এমন গুজব ছড়ানো হয়। গুজবগুলোর মধ্যে একটি ছিল ‘ভোট দিলে পাপ হবে’। অপরটি ছিল ‘কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার কি দরকার, কেউ ভোট দিয়ে দিবে’।

জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণির নারীরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে গিয়ে এমন গুজব ছড়ান। ফলে অনেকেই গুজবে কান দিয়ে ভোট কেন্দ্রে যায়নি। তবে বেশির ভাগ মানুষ তাদের গুজবে কান দেয়নি। ফলে তারা ভোগ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ভোটের কয়েকদিন আগে থেকে কিছু নারী বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভোট দিতে নিষেধ করেন। একই সাথে তারা এও বলে ‘ভোট দিলে পাপ হবে’, ‘কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার কি দরকার, কেউ ভোট দিয়ে দেব’।