নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ১ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনে এই জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শামীম আহমেদের নেতৃত্বে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই জরিমানা আদায় করেন।

রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৬ দিনে এই জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় লক্ষে নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত ক্ষমতা বলে এই জরিমানা আদায় করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ