রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আর মাত্র বাকি ৮ দিন। আর প্রচারণা নির্বাচন অনুষ্ঠানের দুই দিন আগেই শেষ হবে। প্রার্থীরা এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রাজশাহীর ৬ টি আসনেই উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারণা। বাড়ছে উত্তাপও।
রাজশাহী-২ (সদর): এই আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে গভীর রাত পর্যন্ত ১৪, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। তাকে জয়যুক্ত করার লক্ষ্যে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লায় গণসংযোগ করা হচ্ছে। এসব গণসংযোগে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। স্লোগানে স্লোগানে তুলছেন ‘কাঁচি’ প্রতীকের জয়ধ্বনি। উৎসবমূখর পরিবেশে চলছে এই প্রচারণা।
গণসংযোগকালে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, এবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হবে। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। রাজশাহীতে কাঁচি প্রতীক নির্বাচন না করলে সেটা কখনোই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হতো না। কারণ মানুষ ভোট কেন্দ্রেই আসতো না। কোন কোটারি নেতাকে রাজশাহীর মানুষ ভোট দিবে না। আর এটা বুঝতে পেরেই ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আজ ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই সে ঐক্য নষ্ট করতে পারবে না। আর জনবিচ্ছিন্ন ওই নেতা যতই ষড়যন্ত্র করুক, সাধারণ মানুষ তা প্রতিরোধ করে কাঁচির বিজয় ছিনিয়ে আনবে।
গণসংযোগে উপস্থিত ছিলো, রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক-সম্পাদক ফিরোজ কবির, নির্বাহী-সদস্য বাদশা শেখ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা, শাহমখদুম থানা আ’লীগের সভাপতি সৈয়দ আক্তারুল আলম, মহানগর শ্রমিক লীগের সাধারণ-সম্পাদক আক্তার আলী, সাংগঠনিক-সম্পাদক দেবব্রত সিনহা, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ওয়ালি খান, সহ-সভাপতি জাহুরুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ আরবি-আর শাখার সভাপতি অহিনুল হক, ১৯ নম্বর ওয়ার্ড আ’লীগ(দক্ষিণ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল হক মঞ্জু, সাধারণ-সম্পাদক কামরুল ইসলাম, বোয়ালিয়া থানা আ’লীগের সাধারণ-সম্পাদক শামসুজ্জামান রতন, শাহমখদুম থানা আ’লীগের সভাপতি আখতারুল আলম, ১৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ-সম্পাদক আব্দুল খালেক, ১৪ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, মো. মনিরুজ্জামান মনিসহ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে, কাঁচি প্রতীককে সমর্থন দিয়ে প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে লেখক সংঘ। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার কার্যকরি পরিষদের সভা গতকাল শনিবার সংঘের দরিখোরবোনাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংঘের সহসভাপতি এসএস মাহাবুব আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কলামিষ্ট শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায়, অলোচনায় অংশ নেন সম্পাদক মণ্ডলীর সদস্য কবি সাংবাদিক লায়ন আবরার হোসেন তুহিন, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক কবি সাবরিন নাহার, কবি রবিউল ইসলাম, কবি নাজিম খোকন কার্যকরি পরিষদের সদস্য অধ্যাপক রতন ভট্টাচার্য়, প্রকৌশলী সারোয়ার জাহান শরন, কবি আলীম সহ প্রমুখ। রাজশাহী-২ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সংঘের সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাঁচি প্রতীকের প্রচারনা চালানো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজশাহী-২ আসনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি প্রচার মিছিল বের করা হয়।
মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য-ড. পিএম শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালামসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
পুঠিয়া ও দূর্গাপুর-৫:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহী-৫ পুঠিয়া ও দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় ভোটারের দ্বারে দ্বারে ঈগলের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য রাহেনুল হক কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করে গনসংযোগ করেছেন। এ সময় তিনি ভোট কেন্দ্রে গিয়ে কাঁচি প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান ভোটারদের প্রতি। এ সময় তার সাথে ছিলেন বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলীসহ সমর্থিত লোকজন।