সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক বৃদ্ধা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার উপজেলার বেলঘরিয়া এলাকায় সকাল ১০টায় ভোট প্রদান করে ফিরছিলেন বৃদ্ধা সাধিনা বেগম। পথিমধ্যে কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্কদের মধ্যে সংঘর্ষ চলাকালীন নিজ প্রতিবেশীকে মারখেতে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বৃদ্ধাকে বেধরক পোটানো হয়।
রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ওই বৃদ্ধার নাতি হাফিজুর রহমান জানান, ঘটনার পর আমরা খবর পেয়ে কেন্দ্রের সামনে গিয়ে দেখি আমার নানি অচেতন অবস্থায় পড়ে আছে। তার মাথা দিয়ে রক্ত পড়ছিলো। সময় নষ্ট না করে আমরা দ্রুত নানিকে রাজশাহী মেডিকেলে নিয়ে আসি। এ ঘটনায় অপরাধীদের বিচার চান তিনি।
এ বিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, দুপক্ষের সংঘর্ষে ওই বৃদ্ধা আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।