নির্বাচনের আগে ব্যাপক নাশকতা পাকিস্তান, থানায় জঙ্গি হামলায় নিহত ১০ পুলিশকর্মী

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ২:৫১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :তিনদিন পরেই নির্বাচন। তার আগেই দেশের নানা প্রান্তে জঙ্গি হামলায় বিধ্বস্ত পাকিস্তান। সোমবার (৫ ফেব্রƒয়ারি) ভোরে খাইবার পাখতুনখোয়ার একটি থানায় হামলা চালিয়েছে জঙ্গিদের একটি দল। ঘটনাস্থলেই নিহত হয়েছেন হয় ১০ পুলিশকর্মী। উল্লেখ্য, ক’দিন আগেই একটি নির্বাচনি র‌্যালিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন এক ব্যক্তি। সবমিলিয়ে, ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে রক্তাক্ত ভারতের পড়শি দেশ।

পাকিস্তান পুলিশ সূত্রে খবর, ডেরা ইসমাইল খান জেলার চৌধান থানায় একযোগে হামলা চালায় ৩০ জন জঙ্গি। তিনদিক থেকে তিনটি দলে ভাগ হয়ে হামলা চালায় তারা। প্রায় আড়াই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত জঙ্গিদের গুলিতে নিহত হয় ১০ জন পুলিশকর্মী। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। জঙ্গিদের ধরা গিয়েছে কিনা সেই বিষয়ে কিছুই জানানো হয়নি পাক পুলিশের পক্ষে। তবে সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর থেকে ওই ঘাঁটির দখল নিয়েছে জঙ্গিরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে ব্যাপক নাশকতা চালিয়ে পাকিস্তানি তালিবান-সহ একাধিক জঙ্গিগোষ্ঠী। দেশের সাধারণ নির্বাচন ঘোষণা হতেই আরো বেড়েছে তাদের নাশকতা। মাত্র ৪দিন আগেই নির্বাচনি প্রচারে বেরিয়ে খুন হয়েছেন ইমরান খানের দলের নেতা রেহান জাইব খান। খাইবার পাখতুনখোয়ার সিদ্দিকাবাদ ফটক বাজার এলাকায় নির্বাচনির প্রচারে গিয়েছিলেন তিনি। সেই মিছিলেই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায়। গুলিতে আহত হন আরো তিন পিটিআই সমর্থক।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন