শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাজশাহী বিভাগের প্রতিটি আসনে একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ফলে বোঝা যাচ্ছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এক্ষেত্রে কোনোভাবেই ভোটারকে ভোট প্রদানে বাধা দেয়া যাবে না। ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে না। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনে জেলা রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’
বুধবার (২০ ডিসেম্বর) ১১:৩০ মিনিটে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ফলে নির্বাচন দেশে- বহির্বিশ্বে প্রশংসিত ও বিশ্বাসযোগ্য হবে। দেশের জনশাসনে জনগণের জন-প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র সুসংহত হবে।
তিনি বলেন, নির্বাচনে কোনো প্রকার পেশিশক্তির ব্যবহার থাকবে না। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। রাজশাহী বিভাগের সকল আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দিয়েছি। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবে, ভোটকেন্দ্রে প্রবেশ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটি নিশ্চিত করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের। কোনোভাবেই কোনো ভোটারকে ভোট প্রদানে বাধা দেয়া যাবে না। জেলা রিটার্নিং কর্মকর্তাদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। এটি যদি করা হয়, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
এ সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান সহ রাজশাহী জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রাজশাহী সার্কিট হাউজের মিলনায়তনে জেলার ছয়টি সংসদীয় আসনের ৪০ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।