নির্বাচন বর্জনের আহ্বানে রাবিতে পোস্টারিং

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক :


জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে তা বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে জনসম্পৃক্ততা বাড়াতে পোস্টারিং করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দীন চৌধুরী সানিনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট, মেইন গেট ও বিনোদপুর বাজার এলাকায় পোস্টারিং করা হয়।

এবিষয়ে সানিন বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার গণভবনে বসে নির্বাচনের নামে বানরের রুটি ভাগাভাগির খেলায় মেতে উঠেছে। তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের মানুষের ভোটাধিকার হরণ করার উদ্দেশ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দের উপরে পাশবিক নির্যাতন চালাচ্ছে। ছাত্রদল ভোটাধিকার ফিরিয়ে না নিয়ে ঘরে ফিরে যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ