নির্বাচন ব্যবস্থা সংস্কার: দল ও জোটের কাছে প্রস্তাব চেয়ে কমিশনের চিঠি

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


আনুষ্ঠানিক মতামত ও প্রস্তাব চেয়ে বিএনপি, জামায়াতসহ ২২টি রাজনৈতিক দল ও জোটের কাছে চিঠি দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের চিঠি দেওয়া হচ্ছে না।

সোমবার সংস্কার কমিশনের একাধিক সদস্য জানান, চিঠিতে আগামী ২৫ নভেম্বরের মধ্যে লিখিতভাবে প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
অন্তর্র্বতী সরকার গত ৩ অক্টোবর ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করে। ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে আট সদস্যের এই কমিশনের।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনি ব্যবস্থার সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট মতামত পেয়েছে কমিশন। ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেইসবুক পেইজে এই মতামত দেওয়া যাবে।

সোমবার পর্যন্ত সংস্কার কমিশন এ পর্যন্ত ১৭টি বৈঠক করেছে এবং নিজেদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “আমরা আশা করছি যথা সময়ে রিপোর্ট পেশ করতে পারব।”

এরই মধ্যে দল ও জোটের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হল।
সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম বলেন, “সোমবারই দল ও জোটের কাছে চিঠি পাঠানো হয়েছে।”
তবে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, লিখিতভাবে প্রস্তাব চাওয়ার কিছু নেই। তার চেয়ে সংলাপ বা মতবিনিময় হলে সেটা ভালো হত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সংস্কার কমিশনের চিঠি পাঠানোটাই খুব জরুরি বলে আমি মনে করি না। বিভিন্ন দল বিশেষ করে সিপিবি বা আমরা বামপন্থিরা নির্বাচন বিষয়ে আমাদের যে বক্তব্য তা ইসিতে দেওয়া রয়েছে। উনারা ফাইল দেখতে পারে। বরং আমরা চাই, উনারা ডায়ালগ করার জন্য কথা বলতেন সেটাই ভালো হয়।”

তিনি বলেন, “গণমাধ্যমে দেখলাম, উনারা (সংস্কার কমিশন) ডিসেম্বর পর্যন্ত কথা বলবেন না। তাহলে এ চিঠি দেওয়াকে অতটা গুরুত্ব হিসেবে দেখছি না। উনারা আমাদের সাথে বৈঠকে বসলে বা মত বিনিময় করলে ভালো হত। না হলে ডিসেম্বর পর্যন্ত এটা কালক্ষেপণ বলে মনে করছি।”
তথ্যসূত্র: বিডিনিউজ

 

Exit mobile version