নির্বাচিত সরকার না থাকায় অনেকে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না : দুলু

আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ২:২২ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনভাবেই অন্তর্বর্তীকালিন সরকারের মেয়াদ এর চেয়ে বেশি হওয়া উচিত নয়। এজন্য ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশে নির্বাচিত সরকার না থাকায় পৃথিবীর যারা এখানে বিনিয়োগ করে তারা সাহস পাচ্ছে না।

বাইরের বিনিয়োগ কমে যাচ্ছে। তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে দেশের সার্বিক পরিস্থিতি যেমন ভালো হবে, তেমনি বাইরের বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে।

গত শুক্রবার বিকেলে নাটোর সদরের দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

বিএনপি নেতা মোন্তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

প্রধান অতিথি দুলু আরো বলেন, দেশের সকল সংকটে নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে।

আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭নভেম্বর স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল।

৯০সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২০২৪সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই জাতিকে মুক্ত করেছেন। আগামী দিনেও দেশের মানুষকে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন।