মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কিমিটি রাজপাড়া থানার উদ্যোগে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন, নির্মূল কিমিটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, নগর নির্বাহী সভাপতি ড. সুজিত সরকার, নগর সহসভাপতি উপাধ্যক্ষ রইসুদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, জেলা যুগ্মসম্পাদক শাহ আলম বাদশা, রাজপাড়ার সাধারণ সম্পাদক আতাউল, বোয়ালিয়া থানা সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম মুন্নি প্রমুখ।