নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বহুতল ভবনের কাজ

আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী নগরীতে নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ওই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও তা মানছেন না নির্মানাধীন ভবনের মালিক। অদৃশ্য ক্ষমতাবরে তিনি তিনতলা ভবন নির্মাণের কাজ করছেন বলে অভিযোগ করেছে প্রতিবেশীরা।
রাজশাহী নগরীর রাণীনগর এলাকায় এই ভবন নির্মাণ করছেন। ভবন নির্মাণকারীর নাম হচ্ছে মোজহারুল ইসলাম।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্তৃপক্ষ গত বছরের আগস্ট মাসে ৩০ দিনের মধ্যে ভবন ভেঙে ফেলার আদেশ দেয়। কিন্তু সে ভবন না ভেঙে কিছুদিন বন্ধ রাখার আবার নির্মাণ কাজ শুরু করে।

আরডিএর ওই আদেশে বলা হয়েছে, নগরীর রাণীনগর এলাকায় রামচন্দ্রপুর মৌজায় অনুমোদন গ্রহণ না করে ভিত লেভেল পর্যন্ত ইমারত নির্মাণ করা হচ্ছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২ অনুসারে অবৈধ নির্মাণ কেন ভেঙে ফেলা বা অপসারণ করতে হবে। অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

আদেশে আরও বলা হয়েছে, ইমারতের মালিক অনুমোদন বহির্ভূত ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ একর সুস্পষ্ট লঙ্ঘন, সেহেতু আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে অননুমোদিত নির্মাণ অপসারণের নির্দেশ প্রদান করা যাচ্ছে। অন্যথায়, মেয়াদান্তে একই আইনের এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোজহারুল ইসলাম ভবন তৈরির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আরডিএ নোটিশ পাওয়ার পর থেকে আর বাড়ি নির্মাণ করেনি। এটা আমাদের পারিবারিক বিষয়। বাড়ি নির্মাণ নিয়ে আমার এক ভাই বিরোধীতা করেছে। তার অংশ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সে আমার নামে পাঁচটা মামলাও করেছিল। মামলাগুলো আদালত সব খারিজ করে দিয়েছেন।

স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসা হলেও এর কোনো সমাধান হয়নি। তিনি বিভিন্ন যায়গায় আমার নামে অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।
আরডিএর ইমারত পরির্দশক মফিদুর রহমান রনি বলেন, সেখানে ভবন নির্মাণ কাজ চলছে কিনা জানা নেই। সেখানকার অভিযোগগুলো দেখতে হবে। এরপর বলা যাবে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, যদি আবারও ভবন নির্মাণ কাজ চলে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ