নিসচার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৭তম জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিসচা রাজশাহী জেলা শাখার কার্যালয়ে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, সদস্য- সবুজ আলী, চন্দন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সেভ দ্যা নেচার, রাজশাহী-এর চেয়ারম্যান ও নিসচা রাজশাহী জেলা শাখার কার্যকরী সদস্য জনাব মোঃ মিজানুর রহমান, নাগরিক ভাবনা-এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব মোঃ হাবিবুর রহমান ও সুজন, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহমুদুল আলম মাসুদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ