রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
রোববার (২৪ ডিসেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৮তম জন্মদিন পালিত হয়। দিনটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাত ৮টার সময় কেক কাটা হয় এবং শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে খাবার, কেক ও কম্বল বিতরণ করা হয়। রাজশাহী রেল স্টেশনসহ নগরীর বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পালিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যনিবাহী সদস্য- সাজদার আলী, সদস্য- আবু সালমান, ইউনুস আলী, লাকী খন্দকার, শ্যামলী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান।