নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের মাসিক সমন্বয় সভা

আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১:০০ পূর্বাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি


নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, খালেকুজ্জামান তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্নসাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মজুমদার, আ. রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, হাজিনগর ইউপি আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভাবিচা ইউপি আওয়ামীলীগের সভাপতি আঃ সাত্তার, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, নিয়ামতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান নইম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, রসুলপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক টিপু সুলতান, পাড়ইল ইউপি আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দা, সাধারণ সম্পাদক আ. মান্নান, শ্রীমন্তপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (জিএম), বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আল-মামুন হক মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক। সভায় দলীয় কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ