সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে কষ্টিপাথরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব- ৫ এর একটি দল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫। অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত কষ্টিপাথরের ওজন ১২.৭ কেজি বলে জানিয়েছেন র্যাবের সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার কষ্টিপাথর বেচাকেনার মূলহোতা সেতাউর রহমান (৪২), একই উপজেলার আব্দুল খালেক (৫৩) ও নজরুল ইসলাম (৬৩)।
কষ্টিপাথর উদ্ধার ঘটনায় ওই রাতেই তিনজনের বিরুদ্ধে প্রাচীন মূর্তি সংগ্রহ করে প্রাচারের অপরাধে থানায় মামলা হয়েছে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।