বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট ছাড়া নির্বাচনের অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। শনিবার সকাল ১১ টার দিকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও যাচ্ছেন কেন্দ্রগুলোতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ আজকের পত্রিকাকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। ভোটের দিন (৭ জানুয়ারি) ভোর ৪ টা থেকে ৬ টার মধ্যে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে ৮ জন ট্যাগ অফিসারের মাধ্যমে ব্যালট বিতরণ করা হবে।
প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত সময়ে ব্যালট সংগ্রহ করে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেরাবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার দুই লক্ষ আট হাজার চারশো পঞ্চাশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।