নিয়ামতপুরে গার্মেন্টসের দোকানে আগুন, ক্ষতি ৪০ লক্ষ টাকা

আপডেট: জুন ১, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর নিয়ামতপুর উপজেলার থানার সামনে জননী মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ মে) রাত ১১ টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১ টার দিকে শামীম ক্লথ স্টোরে ধোঁয়া দেখে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। এ সময় পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিলেন। আগুনে দুটি গার্মেন্টস দোকানের মালামাল পুড়ে যায়।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে শামীম ক্লথ স্টোর ও সবুজ ক্লথ স্টোরের আগুন নিয়ন্ত্রণে আনে।
শামীম ক্লথ স্টোরের মালিক শামীম আহমেদ বলেন, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে নতুন পোশাক উঠানো হয়েছিল। আগুন আমার সব শেষ করে দিল। কিভাবে ঘুরে দাঁড়াবো বুঝতে পারছি না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার আরশাদুল ইসলাম বলেন, আমরা আগুন লাগার সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান বলা সম্ভব না হলেও ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।