বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আলিম(৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের মহাভার পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আলিম উপজেলার চন্দননগর ইউনিয়নের বিল সিংড়া উজিরপুর এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ চন্দননগর ইউনিয়নের মহাভার এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্হিতি টের পেয়ে আব্দুল আলিম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক। পরে তার দেহ হতে ১৫০ পিচ ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।