মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১ শো ৭০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
নিয়ামতপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকায় মুহাম্মদ রাব্বানীর বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের গণেশ মূর্তিটি উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।