নিয়ামতপুরে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি



নওগাঁর নিয়ামতপুরে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আতাউর রহমান (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আতাউর রহমান মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের সাইফুদ্দীনের ছেলে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুর ইউনিয়নের মাস্তানের মোড়ের কামাল হোসেনের চায়ের স্টলের সামনে থেকে তাকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, বাহাদুর বাজারে অবৈধ অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে আতাউর রহমানকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগজিন পাওয়া যায়। আটক আতাউরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।