শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পুুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই বছরের ছেলে হামিদ। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ইকরাপাড়া (শুখনদিঘী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু হামিদ ওই গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।
স্বজনরা জানান, বেলা ১০ টার দিকে হামিদ সবার অগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে যায় এবং পানিতে পড়ে যায়। বেলা বারোটার দিকে তার মৃতদেহ পানিতে ভাসা অবস্থায় দেখতে পায় তার স্বজনরা।
পুকুরের পানি থেকে উদ্ধার করে সংবাদ দেয়া হয় স্থানীয় পল্লী চিকিৎসকে। পল্লী চিকিৎসক শিশুটির শরীর পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।