নিয়ামতপুরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু মেহমিদের

আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ২:৪৭ অপরাহ্ণ

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :


জেলার নিয়ামতপুরে পুকুরে ডুবে মো. মেহমিদ হাসান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু মেহমিদ উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদীঘি বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০:৩০ মিনিটের দিকে তার নিজ বাড়ির সামনের পুকুরে শিশুটি ডুবে যায়।

পারিবারিক সূত্র জানায়, আজ সকালের দিকে মেহমিদকে বাড়িতে রেখে পুকুরে কাপড় পরিষ্কার করতে যান মা কেয়া খাতুন। বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে আবার পুকুর ঘাটে ফিরে যান। এ সময় পানিতে ছেলেকে ভাসতে দেখলে তার মার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে শিশুকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জান্নাতুন ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর ঘটনার সংবাদ এখনো কেউ জানায়নি। পরিবারের অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ